IsDB-BISEW কি ?
Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব –এর যৌর্থ উদ্যোগে প্রতিষ্ঠিত । IsDB-BISEW বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবি মুসলমান যুবসমাজের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষে কাজ করে থাকে।
IsDB-BISEW Vocational Training Project কি ?
IsDB-BISEW বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবি মুসলমান যুবসমাজের মানব সম্পদে রুপান্তর করার জন্য এই বিশেষ প্রকল্প গ্রহন করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদেরকে নির্দিষ্ঠ কিছু ট্রেডে ভোকেশনাল ট্রেনিং প্রদানের মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন (Highly Skilled) জনশক্তিতে পরিণত করা হবে, যাতে তারা আর্থিকভাবে সাবলম্বী হওয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে ।
কি কি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে ?
এই প্রকল্পের আওতায় নিম্নলিখিত ট্রেডসমূহে প্রশিক্ষণ প্রদান করা হবে-
ট্রেড কোর্সের নাম |
মেয়াদ |
|
১ |
ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন |
৬ মাস |
২ |
ইলেক্ট্রনিক্স |
৬ মাস |
৩ |
ইলেট্রিক্যাল ওয়ার্ক |
৬ মাস |
৪ |
রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং |
৬ মাস |
৫ |
মেশিনিস্ট |
৬ মাস |
এই Scholarship এর আওতায় কি কি সুবিধা থাকবে ?
এ প্রকল্পে প্রশিক্ষণের সমস্ত ব্যয় IsDB-BISEW বহন করবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতি প্রশিক্ষণার্থীর থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় বহন করা হবে এবং মাসিক ভাতা হিসাবে প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০ (পাঁচশত) টাকা প্রদান করা হবে।
কারা Scholarship এর জন্য আবেদন করতে পারবে ?
অষ্টম শ্রেণী বা এসএস সি/দাখিল পাশের পর যারা আর্থিক সমস্যার জন্য পড়াশুনা চালিয়ে যেতে অসমর্থ, শুধু সেইসব মুসলমান প্রার্থীগন আবেদন করতে পারবে।
কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে ?
লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধানুসারে প্রার্থী নির্বাচন করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ?
লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কোথায় অনুষ্ঠিত হবে ?
ঢাকায় অবস্তিত মনোনীত সেরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার সমূহে প্রশিক্ষণ দেয়া হব।
1 | Faridpur Muslim Mission | Raghunandpur, Komorpur, Faridpur | |
2 | Society for Social & Technological Support | House#24 (1st Floor), Road#8, Sector#6, Uttara Model Town, Dhaka-1230 | |
3 | Runner Cyberlink Limited | Gazamoti, Holding#4037/12, West Bashudhara, Baipail, Ashulia, Savar, Dhaka-1349. | |
4 | SOS Vocational Training Centre Dhaka | Plot # 01, Block # A, Main Road # 01, Section # 13, Mirpur, Dhaka-1216 |
প্রশিক্ষণের মেয়াদ কত মাস ও সময়সূচি কি ?
প্রশিক্ষণের মেয়াদ ৬ মাস । প্রতিদিন ৫ ঘন্টা করে সপ্তাহে ৬ দিন । প্রশিক্ষণের সময় সকাল ৮.00টা থেকে দুপুর ১.00 টা এবং দুপুর ২.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্তানের ব্যাপারে কোন সহযোগিতা করা হয় কি ?
প্রশিক্ষণশেষে কৃতকায শিক্ষার্থীদের স্ব-স্ব ক্ষেত্রে কমর্সংস্তানের বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হবে । এ লক্ষে IsDB-BISEW এর Placement Cell সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।