আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৯
- IsDB-BISEW কি?
- Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব -এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IsDB-BISEW বাংলাদেশের মেধাবী মুসলমান যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে ।
- Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IsDB-BISEW) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব -এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। IsDB-BISEW বাংলাদেশের মেধাবী মুসলমান যুবসমাজের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে ।
- IsDB-BISEW IT Scholarship Program কি?
- এটি একটি শিক্ষা প্রকল্প, যা ২০০৩ সাল থেকে বাংলাদেশের মুসলমান শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন আইটি প্রফেসনাল তৈরী করছে । উল্লেখ্য, বিগত ১৬ বছরে এই প্রকল্পের মাধমে রাউন্ড ১ – রাউন্ড ৪৩ পর্যন্ত ১০,৭২৭ জন শিক্ষার্থী Computer Literacy কোর্স সফলভাবে সম্পন্ন করেছে তন্মধ্যে, রাউন্ড ৩৯ পর্যন্ত ৭,২৭৪ জন শিক্ষার্থী ১ বছর মেয়াদী Computer Diploma Course সম্পন্ন করেছে, যাদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি পেশায় কর্মরত আছে । বর্তমানে এ প্রকল্পাধীনে রাউন্ড ৪০ – রাউন্ড ৪৩ পর্যন্ত প্রায় ৭২৩ জন শিক্ষার্থী প্রফেশনাল কোর্সে প্রশিক্ষণরত আছে ।
- এটি একটি শিক্ষা প্রকল্প, যা ২০০৩ সাল থেকে বাংলাদেশের মুসলমান শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১ বছর মেয়াদী প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন আইটি প্রফেসনাল তৈরী করছে । উল্লেখ্য, বিগত ১৬ বছরে এই প্রকল্পের মাধমে রাউন্ড ১ – রাউন্ড ৪৩ পর্যন্ত ১০,৭২৭ জন শিক্ষার্থী Computer Literacy কোর্স সফলভাবে সম্পন্ন করেছে তন্মধ্যে, রাউন্ড ৩৯ পর্যন্ত ৭,২৭৪ জন শিক্ষার্থী ১ বছর মেয়াদী Computer Diploma Course সম্পন্ন করেছে, যাদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি পেশায় কর্মরত আছে । বর্তমানে এ প্রকল্পাধীনে রাউন্ড ৪০ – রাউন্ড ৪৩ পর্যন্ত প্রায় ৭২৩ জন শিক্ষার্থী প্রফেশনাল কোর্সে প্রশিক্ষণরত আছে ।
- কারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে?
- শুধুমাত্র কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন থেকে যে কোনো একটি বিষয়ে ৪-বছর মেয়াদী ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবে ।
- প্রার্থীকে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগে (GPA 2.0) উত্তীর্ণ হতে হবে ।
- চাকরিরত প্রার্থীরা আবেদনের অযোগ্য ।
- কিভাবে আবেদন করতে হবে?
- IsDB-BISEW IT Scholarship এ অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদনকারীকে bKash এর মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে আবেদন ফি ১০০ টাকা জমা দিতে হবে ।
- IsDB-BISEW IT Scholarship এ অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন করতে apply.idb-bisew.info ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদনকারীকে bKash এর মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে আবেদন ফি ১০০ টাকা জমা দিতে হবে ।
- এ Scholarship এর আওতায় কি আর্থিক সুবিধা থাকবে?
- এ প্রকল্পের আওতায় জনপ্রতি প্রশিক্ষণ খরচ ১ লক্ষ টাকা ব্যয় হয়, যা সম্পূর্ণ ভাবে IsDB-BISEW বহন করে ।
- এ প্রকল্পের আওতায় জনপ্রতি প্রশিক্ষণ খরচ ১ লক্ষ টাকা ব্যয় হয়, যা সম্পূর্ণ ভাবে IsDB-BISEW বহন করে ।
- প্রকল্পের আওতায় বিভিন্ন কোর্সের সুবিধা গ্রহণের জন্য কি কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি দক্ষতার প্রয়োজন?
- IT Professional Diploma কোর্স করার জন্য কম্পিউটার বিষয়ক পূর্বধারণা থাকা আবশ্যক নয় । কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে ।
- IT Professional Diploma কোর্স করার জন্য কম্পিউটার বিষয়ক পূর্বধারণা থাকা আবশ্যক নয় । কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে ।
- কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে?
- লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধানুসারে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় গণিত ও ইংরেজির (MCQ) সাধারণ দক্ষতা যাচাই করা হবে ।
- লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধানুসারে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় গণিত ও ইংরেজির (MCQ) সাধারণ দক্ষতা যাচাই করা হবে ।
- লিখিত ও মৌখিক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে?
- লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ।
- লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ।
- প্রশিক্ষণ কোথায় দেয়া হবে?
- ঢাকা মহানগরীতে IsDB-BISEW মনোনীত ট্রেনিং সেন্টারসমূহে প্রশিক্ষণ দেয়া হবে ।
- ঢাকা মহানগরীতে IsDB-BISEW মনোনীত ট্রেনিং সেন্টারসমূহে প্রশিক্ষণ দেয়া হবে ।
- প্রশিক্ষণ কোন সময় হবে?
- প্রশিক্ষণের সময় সকাল ৯.০০ থেকে বেলা ১.০০ অথবা বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০ । সপ্তাহে ৬ দিন ক্লাস অনুষ্ঠিত হয় ।
- প্রশিক্ষণের সময় সকাল ৯.০০ থেকে বেলা ১.০০ অথবা বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০ । সপ্তাহে ৬ দিন ক্লাস অনুষ্ঠিত হয় ।
- প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যাপারে কোন সহযোগিতা করা হয় কি?
- প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় । এ লক্ষ্যে IsDB-BISEW এর Placement Cell সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
- প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় । এ লক্ষ্যে IsDB-BISEW এর Placement Cell সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
- এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আর কোথায় পাওয়া যাবে?
- এ প্রকল্পের বিস্তারিত তথ্য www.idb-bisew.org এ পাওয়া যাবে ।